banglanews2day.com
হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে! - BanglaNews2Day
সৌম্য-ইমরুলের সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে। একটু ধন্দে লাগতে পারে। চট্টগ্রামে খেলা হলো নাকি খুলনার। চট্টগ্রামের মঞ্চে খেলা তবে চট্টলার কোন ক্রিকেটার ছিলেন না। দুই খুলনার ছেলে ব্যাট হাতে রাজত্ব করলেন সেখানে। সৌম্য-ইমরুল দু'জনেই তুলে নিলেন সেঞ্চুরি। দু'জন ব্যাট হাতে কচুকাটা করলেন জিম্বাবুয়ে বোলারদের। গড়লেন রেকর্ড জুটি। তাদের জোড়া সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচেও ৭ উইকেটে উড়ে গেল জিম্বাবুয়ে। টাইগাররা পূরণ করল তাদের হোয়াইটওয়াশের লক্ষ্য।