banglanews2day.com
‘ব্ল্যাক প্যানথার’ দিয়ে সৌদিতে প্রথম সিনেমা হল চালু - BanglaNews2Day
হলিউডের ব্লকবাস্টার ‘ব্ল্যাক প্যানথার’ সিনেমা দিয়ে সৌদি আরবে প্রথম সিনেমা হলের যাত্রা শুরু হল। বুধবার সন্ধ্যায় ছবি দেখতে থিয়েটারে হাজির হন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার সৌদি নাগরিক। এর মধ্য দিয়ে রক্ষণশীল সৌদিতে কয়েক দশকের মধ্যে প্রথম প্রেক্ষাগৃহ উন্মুক্ত করা হল।