banglanews2day.com
ইনিংস ব্যবধানে প্রথম টেস্ট জয় বাংলাদেশের-উইন্ডিজ হোয়াইটওয়াশ! - BanglaNews2Day
অগ্রহায়ণের মোলায়েম রোদমাখা অপরাহ্নে তাইজুল লুইসকে লেগ-বিফোর করতেই শেরেবাংলায় যেন একসঙ্গে জ্বলে উঠল সহস্র সূর্য! মিরপুর টেস্টের বয়স তখনও তিনদিন হয়নি। তাতে কার কী করার আছে! ওয়েস্ট ইন্ডিজের সামর্থ্য যে তিনদিনেই সীমাবদ্ধ! তাই তো তৃতীয়দিনের চা-বিরতি পিছিয়ে দেয়া হয়।