banglanews2day.com
আবেদনে ভরপুর এ কোন মোহিনী ? - BanglaNews2Day
পুরনো বোলতে নতুন মদ। কিন্তু নেশা কী জমল? না পুরনো মোনিতেই বুঁদ থাকল সিনেপ্রেমীরা। মাধুরীর কাছে গোল খেলেন জ্যাকলিন। ‘এক দো তিন’ সুরে পা মেলালেন জেনওয়াই-এর দল। কিন্তু আবেদনের চিড়ে ভিজল না। মুক্তি পেল ‘বাগী টু’-এর আইটেম নম্বর। গানটি রিলিজের ঘন্টাখানেকের মধ্যেই ইউটিউবে ৮০ হাজারের ওপর লাইক পায়৷ কিন্তু মন ভরেনি দর্শকদের।