ajkerkalerchitra.com
দুই ও সিকে ফুলেল শুভেচ্ছা সীমান্ত প্রেসক্লাবের - আজকের কালের চিত্র
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর জেলার বেনাপোল এবং শার্শা থানায় নবনিযুক্ত ওসিদ্বয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল”। গত মঙ্গলবার(১০/৯/১৯ইং) তারিখ সন্ধ্যার দিকে সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাংবাদিকবৃন্দ ওসিদ্বয়ের কার্যালয়ে যেয়ে তারা এই শুভেচ্ছা জানান। নবনিযুক্ত ওসিরা হলেন- বেনাপোল পোর্ট থানার মোঃ মামুন খান এবং শার্শা থানার ওসি আতাউর রহমান। উল্লেখ্য, বদলি জনিত কারণে দুটি থানার অফিস (প্রশাসন) কার্যালয় কর্মকর্তা শূন্যতার সৃষ্টি হয়।ফলে, দুটি থানার প্রশাসনিক কার্যক্রম কিছুটা শীথিল হয়ে পড়ে। যশোর জেলার এ দুটি থানা সীমান্তবর্তী হওয়ায় এ এলাকায় চোরাচালান এবং বিভিন্ন প্রকার অপরাধ কর্মকান্ড অন্যান্য থানার তুলনায় অনেকটা ভিন্নতর।Read More