wirebd.com
PCIe SSD কি? পুরাতন SSD তেই পরে থাকবেন নাকি আপগ্রেড করবেন?
সাধারণ হার্ড ডিস্কের চাইতে সলিড স্টেট ড্রাইভ বা SSD কিন্তু বেশ দ্রুত গতির হয়ে থাকে এবং এটা আমরা ইতিমধ্যেই জানি। আর এটাও জানেন যে সলিড স্টেট ড্রাইভ বাজারে এসেছে বেশ কয়েক বছর হলো। এখন আপনার মনে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগতে পারে যে এখনো কি সলিড স্টেট ড্রাইভের কোনো আপগ্রেড আসেনি? কিংবা সলিড ড্রাইভের থেকেও দ্রুত গতির কোনো সিস্টেম আসে নি? অবশ্যই এসেছে এবং সেটা নিয়ে আজ আলোচনা করতে চলে এলাম।