wirebd.com
MU-MIMO কি? কেন আপনার ওয়্যারলেস রাউটারে এটা থাকা চাই?
দিন যতই যাচ্ছে আমাদের প্রতিদিনের জীবনে ইন্টারনেট ততটুকুই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মুভি দেখা, গেমস খেলা, বিদেশে অবস্থানরত ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিও চ্যাট কিংবা সোশাল মিডিয়াতে চেকিং সকল কিছুতেই ছড়িয়ে রয়েছে ইন্টারনেট। আর ওয়্যারলেস ইন্টারনেট বা মোবাইল কোম্পানির দেওয়া ৩জি/৪জি নেটওর্য়াকের মাধ্যমে আমরা স্মার্টফোনে আমাদের ইন্টারনেট চাহিদা পূরণ করতে পেরে নিলেও পুরো একটি বাসার সকল ডিজিটাল ডিভাইসের চাহিদা পূরণের জন্য কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের কোনো বিকল্প নেই।