sylhetersokal.com
সিলেট জেলা ইজতেমা শুরু ২৫ এপ্রিল
সিলেটের সকাল রিপোর্ট :: সিলেট জেলার ইজতেমা আগামী ২৫,২৬ ও ২৭ এপ্রিল দক্ষিণ সুরমার পশ্চিম বদিকোনা মাঠে অনুষ্ঠিথ হবে। এতে বিদেশিছাড়াও কাকারাইলের নিজামুদ্দীনের মুরব্বীগণ বয়ান পেশ করবেন। ইজতেমা সফল করতে ধর্মপ্রাণ মুসল্লীদের অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা ইজতেমা ইন্তেজামের পক্ষে সিলেট জেলা আমীর(আহলেশুরা) সুয়েজ আফজল খান।