shipuahamed.com
গীটার শর্টকাট – ১ম পর্ব | Shipu's Blog
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট নিয়ে এটা প্রথম প্রকাশনা Shipu's Blog–এ । "গীটার" !! খুবি লোভনীয় একটি বাদ্যযন্ত্র। গীটারের সুর পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়ায় কঠিন। পৃথিবীতে যত ধরনের বাদ্যযন্ত্র আছে, গীটার তার মধ্যে এক অনন্য স্থান দখল করে আছে । একজন গিটারিষ্ট -এর কাছে তার গীটার অনেক প্রিয় একটি সঙ্গী । মন খারাপের দিনে আবার মন ভালর দিনে গীটার হতে পারে আপনার চির চেনা বন্ধু । খোলা মাঠে কিংবা নদী তীরে বসে বন্ধুদের আড্ডা জমিয়ে দিতে গীটারের যেন কোন বিকল্প নেই । আসলে আমার এই টিউনটি লেখার কারণ আমি নিজে । শুরু করার আগে কিছু কথা বলব আমি গীটার play করি অনেক দিন থেকেই তবুও ভালো বাজাতে পারি না । তবে এতদিনে এতটুকু জেনেছি যে ভালো বাজাতে হলে ভাল দিক নির্দেশনা আর নিজের ইচ্ছেটা জরুরী । নিজের ইচ্ছের জন্য যদিও কোন টাকা লাগে না তবে ভাল দিক নির্দেশনার জন্য মাঝে মাঝে টাকার প্রয়োজন । সামান্য কিছু টাকা অনেক সময় আমাদের কাছে ম্যানেজ করা কষ্টদায়ক । আমার বাসা থেকে কোন help করেনি কখনো, কোন উৎসাহ পর্যন্তও দেয়নি । যতটুকু শিখেছি নিজের প্রচেষ্টায় তাও অনেক সময় নিয়ে । এখন