bdjobcircular.com
সবচেয়ে বেশি নম্বর তোলার সুযোগ গণিতে
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় ৫০ করে মোট বরাদ্দ ১০০ নম্বর। লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর তোলার সুযোগ আছে এ দুটি বিষয়ে। এতে চেষ্টা করলে ৮০ থেকে ৯০ নম্বর তোলা যায়। আবার ভুল হলে বেশি নম্বর কাটা যাবে। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা প্রতিদিন চর্চার বিষয়। বিরতি দিলে অনেক কিছুই ভুলে যাবেন। তাই প্রতিদিন গণিত চর্চা করুন, দেখবেন কঠিন টপিকও সহজ হয়ে গেছে। অনেকের ধারণা, গণিতে বিজ্ঞানের ছাত্ররাই ভালো করে, এটি মোটেও ঠিক নয়। চর্চা করলে যেকোনো বিভাগের ছাত্রই এতে ভালো নম্বর পেতে পারে।